IEEE কি? এবং এর কার্যক্রম কি? এবং এর গুরুত্বঃ
IEEE (Institute of Electrical and Electronics Engineers) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় সংস্থা । শুধু তাই নয় IEEE কে টেকনিক্যাল প্রফেশনালদের সবচেয়ে বড় সংস্থা হিসেবে মানা হয় । সাধারণ ভাষায় একে বলা হয় - আই ট্রিপল ই । IEEEর হেড অফিস আমেরিকার নিউ জার্সির পিস্কাটাতে । তাদের কর্পোরেট অফিস অবস্থিত নিউ ইয়র্ক এ । ১৯৬৩ সালে American Institute of Electrical Engineers (AIEE) এবং Institute of Radio Engineers এর একত্রীকরণ এর মাধ্যমে গঠিত হয় । এখন এটি 400,000 সদস্যদের প্রযুক্তিগত পেশাদারদের বৃহত্তম সংস্থা । বাংলাদেশসহ পৃথিবীর ১৬০টি দেশে IEEE কাজ করে যাচ্ছে । শুধু ইঞ্জিনিয়াররাই না , বিভিন্ন বিজ্ঞানী , কম্পিউটার গবেষক , প্রোগ্রামার , সফটওয়্যার ডেভলপার , পদার্থবিদ , আইটি বিশেষজ্ঞ এমনকি ডাক্তাররাও এর সঙ্গে সংযুক্ত । সেই হিসেবে বলা যায় IEEE এর কাজের পরিধি শুধু ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের নিয়ে নয় , এছাড়া আরও অনেক অনেক বেশি । IEEEর উদ্দেশ্য হচ্ছে তড়িৎ এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং , টেলিযোগাযোগ , কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং এর সঙ্গে সম্পর্কযুক্ত শিক্ষা ও প্রযুক...