পোস্টগুলি

নভেম্বর, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মানে কি?

ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া সকল ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করলামঃ "জাতীয় বিশ্ববিদ্যালয়ের পোলাপাইন আর কি করবে, ওরা পুরাই ব্যাকডেটেড।" ''এইসব মুরগীর ফার্মের মত তৃতীয় সারির প্রাইভেট ভার্সিটিতে পড়ে আবার ক্যারিয়ার?'' "কলেজ থেকে অনার্স করে আবার ভাল চাকুরী? পাশ করে বের হতে পারাটাই তো এক যুগের ব্যাপার।" "যেখানে পাবলিক ভার্সিটির ছাত্রছাত্রীদেরই চাকুরী নাই সেখানে ন্যাশনালের ওরা আর কি করবে।" "পাবলিক ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাও নাই? তোমার ক্যারিয়ার এখানেই শেষ।" কথাগুলো আমাদের সমাজে মোটামুটি খুব জনপ্রিয়। ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং যারা ভর্তি পরীক্ষার্থী, তাদের এইগুলো প্রায়ই শুনতে হয়। বিশেষ করে কোথাও চান্স না পেলে এবং নামীদামী প্রাইভেটে পরার সামর্থ্য না থাকলে কেউ যখন ন্যাশনালে পড়ার জন্যই বাধ্য তখন তার সামনে এই কথাগুলো আরো বেশী শোনানো হয়। কিছু মানুষ দেখি যাদের মেন্টালিটি এমন, মনে হয় যেন ন্যাশনালে যারা পড়ে তারা মুর্খ। কিছু কিছু ন্যাশনালের স্টুডেন্ট ও নিজেকে ন্যাশনালের ছাত্রছাত্রী বলে পরিচয় দিতে হীনমন্যতায়

NU প্রফেশনাল এর আবেদনের যোগ্যতা এবং প্রফেশনাল এর অধীনে থাকা সকল কলেজ/ইনস্টিটিউট এর লিস্টঃ

ছবি
#তোমরা সবাই ই অনেক পাবলিক,প্রাইভেট বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন এবং ভর্তি পরিক্ষা দিয়ে হতাশ হয়েছো। কোথাও চান্স হয়নি । বা অনেকে পছন্দের সাবজেক্ট না পাওয়ার কারনে ভর্তি হওনি । তাদের জন্য রয়েছে আরেকটি সুযোগ । ন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেশনাল । #জেনারেল অনার্সে ভর্তি শেষ হলেই ন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেশনাল এর সার্কুলার দেওয়া হবে। প্রফেশনালে কোন ভর্তি পরিক্ষা নেই ,জিপিএ এর ভিত্তিতে বাছাই করা হয়। আবেদন এর যোগ্যতাঃ সকলকেই SSC এবং HSC তে নুন্যতম ২.৫ করে পেতে হবে এবং SSC ২০১৪ অথবা ১৫ সালে এবং HSC ২০১৬ অথবা ১৭ সালে পাশ থাকতে হবে। প্রফেশনাল এর অধীনে অনেক বিষয় থাকলে ও এই সাবজেক্ট গুলো বেশ আলোচিত । নিন্মে আবেদনের যোগ্যতা দেওয়া হলো। #BBA এর জন্যঃ যেকোন বিভাগের ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে । হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ,অর্থনীতি,পরিসংখ্যান অথবা উচ্চতর গনিত এই বিষয় গুলোর যেকোন একটা হলেও HSC তে থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে নুন্যতম জিপিএ ৩ থাকতে হবে । #CSE এবং ECE এর জন্যঃ ছাত্র-ছাত্রী অবশ্যই বিজ্ঞান বিভাগ থে